Bhangar News: ভাঙড়ে উত্তেজনা, 'সর্বপ্রথম দোষ প্রশাসনের', মন্তব্য নৌশাদের

ABP Ananda Live: শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল। অনুমতি নেই বলে শুরুতেই মিছিল আটকাল পুলিশ। নৌশাদ সিদ্দিকে অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ। মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, সাগরদিঘিতে মোতায়েন হয়েছে CRPF। CRPF ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিলেন CRPF- IG । থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola