Saokat Molla: 'এখন কমিশনের ভাগ পায় সাধারণ মানুষও' , কাটমানি নেওয়ার বিস্ফোরক স্বীকারোক্তি সওকতের

ABP Ananda LIVE: সওকত মোল্লার মুখে এবার কাটমানি প্রসঙ্গ । ঠিকাদারদের থেকে কাটমানি নেওয়ার বিস্ফোরক স্বীকারোক্তি। স্বীকারোক্তি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের । আগে ঠিকাদারদের থেকে কমিশন তুলতেন শুধুই নেতারা' । 'এখন কমিশনের ভাগ পায় সাধারণ মানুষও' । কম্বল বিতরণ কর্মসূচিতে খরচ হয় কমিশনের টাকা, । সওকত মোল্লার বক্তব্যে বিতর্ক।

 

 আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এল। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন  মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।

তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola