Arabul Islam: প্রায় ৫ মাসের মাথায় জেল থেকে মুক্ত আরাবুল ইসলাম | ABP Ananda LIVE
Continues below advertisement
West Bengal News: নিজের গড়েই ঘর হারালেন আরাবুল ইসলাম (Arabul Islam)। জামিনে জেল-মুক্তির নির্দেশের পর, ভাঙড়ে ফেরার আগেই পঞ্চায়েত সমিতিতে আরাবুলের ঘর দখল করলেন তাঁরই দলের নেতারা। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। পঞ্চায়েতে হিংসা-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গতকাল জেলবন্দি তৃণমূল নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আজই ভাঙড়ে ফেরার সম্ভাবনা আরাবুলের। তার আগে পঞ্চায়েত সমিতির তাঁর ঘরের বাইরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়। সেই ঘরেই বসলেন সওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী সোনালি বাছার ও যুব তৃণমূল নেতা খাইরুল ইসলাম। জেলে থাকাকালীন এর আগে আরাবুলকে ভাঙড়ের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি জানা নেই বলে দাবি করে বিতর্ক এড়িয়েছেন সওকত মোল্লা।
Continues below advertisement