Bhangar Waqf Act: মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন
ABP Ananda Live: মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন! উত্তর কাশীপুরে কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর, পরপর বাইকে আগুন। জঙ্গিপুর, আমতলার পর ভাঙড়ে আক্রান্ত পুলিশ। অবরুদ্ধ ঘটকপুকুর। তৃণমূলের হাত দেখছেন নৌশাদ। আরেকটা মুর্শিদাবাদ করতে চাইছে, পাল্টা সওকত।
ওয়াকফ-বিক্ষোভে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির আগুন এখনও নেভেনি। তার মধ্য়েই এবার আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। জঙ্গিপুর, আমতলার মতো এখানেও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। শোনপুর বাজার এলাকায় রাস্তার ওপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে। উল্টে দেওয়া হয় পুলিশের ভ্য়ান। নির্বিচারে চলে দুষকৃতী-রাজ! সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সভায় যোগ দিতে ভাঙড়, মিনাখাঁ থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী, সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। তখন পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়। কিন্তু, বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে।