Egra Incident: বিস্ফোরণের পর দলবল নিয়ে ওড়িশায় পালিয়েছেন ভানু বাগ, অনুমান পুলিশের | ABP Ananda LIVE

Continues below advertisement

Egra Incident:এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি। 'ভানুর খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে পুলিশ'। বিস্ফোরণের পর দলবল নিয়ে ওড়িশায় পালিয়েছেন ভানু বাগ, অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ভানু ও তাঁর পরিবারের সদস্যদের ফোনের টাওয়ার লোকেশন: সূত্র। আজ ফের ঘটনাস্থলে গেছে বম্ব স্কোয়াড, যাবে ফরেন্সিক। নমুনা সংগ্রহের পর পাঠানো হবে রাসায়নিক পরীক্ষার জন্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram