Bharat Nyay Yatra: তড়িঘড়ি কর্মসূচি কাটছাঁট করে দিল্লি ফিরে গেলেন রাহুল গাঁধী

ABP Ananda LIVE: বাংলায় 'ন্য়ায় যাত্রা' (Bharat Jodo Nyay Yatra)ঢোকার পরই, তড়িঘড়ি কর্মসূচি কাটছাঁট করে দিল্লি (Delhi) ফিরে গেলেন রাহুল গাঁধী(Rahul Gandhi)। গতকালই মমতা বন্দ্য়োপাধ্য়ায়(Mamata Banerjee) স্পষ্ট করে দিয়েছিলেন, এ রাজ্য়ে তৃণমূল(TMC) একাই লড়বে। এই পরিস্থিতিতে, দিল্লি ফেরার সিদ্ধান্ত নিলেন রাহুল গাঁধী। তবে তাঁর মুখে অবশ্য এখনও শোনা গেল INDIA জোটের একসঙ্গে লড়াইয়ের কথা। কিন্তু সার্বিক ছবিটা দেখে প্রশ্ন উঠছে, তবে কি বাংলায় বিরোধী জোটের দফারফা হয়ে গেল?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola