Sat Sokale: আগামী ৩০ জানুয়ারি রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার শেষ শ্রীনগরে, আমন্ত্রিত তৃণমূল কংগ্রেস

Continues below advertisement

আগামী ৩০ জানুয়ারি রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার শেষ শ্রীনগরে। সমাপ্তি অনুষ্ঠানে ২১টি সম মনোভাবাপন্ন দলের প্রধানকে আমন্ত্রণ। সব দলের প্রধানদের চিঠি পাঠালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আমন্ত্রিত দলগুলির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। 

দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। অন্যদিকে খারাপ রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন ধনঞ্জয়পুরের বাসিন্দারা। সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। মুর্শিদাবাদের ভরতপুরে সাংসদ আবু তাহেরকে ঘিরে ক্ষোভপ্রকাশ। পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগ। আবাস যোজনায় বাড়ি না পাওয়ার অভিযোগ জানিয়ে ক্ষোভ।

ফের বিতর্কিত মন্তব্য পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের। 'আমি যদি ভোট না পাই সন্ন্যাস নিয়ে নেব'। 'আমি যদি ক্ষমতায় না আসি, মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে ফিরবেন না'। পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের মন্তব্য ভাইরাল। আগের মন্তব্য বলে দাবি তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের। ঔদ্ধত্য ভাল না, হুঁশিয়ারি মন্ত্রী ফিরহাদ হাকিমের।

'৩২৫জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা'। চাকরি দেওয়ার নামে ১০০ কোটি তোলার অভিযোগ তাপস মণ্ডলের। হুগলির একটি কলেজের কর্ণধার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, দাবি তাপসের, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরে এমনই দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের। কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে: সিবিআই সূত্র। এখনও পর্যন্ত হুগলির যুব তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram