Bhatpara News: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১, ৯ দিনের পুলিশ হেফাজত | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১ । ধৃত সুজল পাসোয়ানের ৯ দিনের পুলিশ হেফাজত । নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার সুজল পাসোয়ান । উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষছিল, দাবি পুলিশের । 'তৃণমূল নেতা অশোক সাউয়ের উপর হামলার আগের দিন কলাবাগান এলাকায় বৈঠক করেছিল দুষ্কৃতীরা' । ধৃত সুজল পাসোয়ানকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের । এর আগে এই মামলায় কউসর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল

আরও খবর..

সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ঘনিষ্ঠ মূল চক্রী গুলজার ? সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা গুলজার@ইকবাল ! 'তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় আনা হয়েছিল ৩জনকে।' 'বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল ১জনকে।' 'গতকালই বৈশালী থেকে কলকাতায় আসে আরও ২ হামলাকারী।' 'হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে ২ হামলাকারী, নিয়ে যাওয়া হয় কালিন্দীতে।' 'ধৃত ট্যাক্সিচালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দীতে।' 'কালিন্দী হাউসিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়।' 'চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় ২ হামলাকারীকে।' 'এর পরে সেই ট্যাক্সিতেই কালিন্দী যায় গুলজার, সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে।' 'পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্তর বাড়ির দিকে রওনা দেয় ১ শ্যুটার।' 'পিছনের ট্যাক্সিতে ছিল আরও ২জন, বাইকে মূল চক্রী গুলজার।' অপারেশন ব্যর্থ, খবর পেয়েই পালানোর চেষ্টা, পরে গলসিতে গ্রেফতার গুলজার: পুলিশ সূত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram