Bhatpara News: চায়ের দোকানে গুলি চালিয়ে, প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতাকে খুন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বাংলা আছে বাংলাতেই। আজ, এদেশের, বহু রাজ্যের, বহু কেন্দ্রে, বিধানসভা নির্বাচন ও লোকসভা উপনির্বাচন হল। যথারীতি পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও, কোনও হিংসাত্মক ঘটনার লেশমাত্র নেই। কিন্তু বাংলা ব্যতিক্রম, 'এগিয়ে বাংলা।' তাই একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সত্ত্বেও, ভোটের চির-চেনা ছবিটাই বিরাজ করল ভোটকেন্দ্রজুড়ে, দিনভর। এখানেই শেষ নয়, জগদ্দল থানা থেকে মাত্র একশো ছাব্বিশ মিটার দূরে, চায়ের দোকানে গুলি চালিয়ে, এক তৃণমূল নেতাকে খুন করা হল প্রকাশ্য দিবালোকে। এই বুধবার সাতসকালে।

আরও খবর...

জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের। ঝাড়গ্রামে ট্যাবের টাকা লোপাট, সবচেয়ে বেশি ১০টি FIR। শিলিগুড়িতে ২, কালিম্পঙে ৩, বীরভূম-বাঁকুড়ায় ১টি করে FIR। ইসলামপুর, আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, হাওড়া। পূর্ব মেদিনীপুর, বারাসাত, বসিরহাট, চন্দননগরেও FIR: পুলিশ সূত্র। ট্যাবের টাকা গায়েব-চক্র জড়িত থাকার অভিযোগ, ৮জন গ্রেফতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram