ABP News

Bhatpara Incident : ভাটপাড়া গুলিকাণ্ডে NIA-এর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ভাটপাড়া গুলিকাণ্ডে NIA-এর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। ধৃতের সোনু ওরফে মহম্মদ আমির। বিজেপি নেতা প্রিয়াঙগু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পাকড়াও। NIA জালে তৃণমূলকর্মী।

 

 মালদায় ফের শ্যুটআউট। দুলাল সরকার-খুনের ১২ দিনের মাথায় ফের মালদায় তৃণমূলকর্মী খুন ! রাস্তার শিলান্যাস করতে গিয়েও চলল গুলি, তৃণমূলকর্মী খুন ! তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ আরও ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগ, এলাকা দখলের লড়াই ঘিরে ফের তৃণমূল বনাম তৃণমূলের এই ঘটনা! ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ ২ জন সঙ্কটজনক। অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। তৃণমূল কর্মী জাকিরের সঙ্গে বকুল শেখের বিবাদের জেরেই এই হামলার ঘটনা বলে অভিযোগ উঠেছে। কালিয়াচকে ভিড়ে ঠাসা তৃণমূলের অনুষ্ঠানেই গুলি করে চম্পট দেয় আততায়ীরা ! ১২ নম্বর জাতীয় সড়কের কাছেই সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। এলোপাথাড়ি গুলির পরে ইট দিয়ে মাথা থেঁতলে তৃণমূলকর্মীকে খুন করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram