TMC : 'অর্জুন সিংহ ৭টা বিধানসভা নিয়ে থাকেন, বড় কে?' কেন এই প্রশ্ন তুললেন TMC কাউন্সিলর
বিধায়কের অধীনে শুধুমাত্র বিধানসভা কেন্দ্র। আর অর্জুন সিংহ ৭টা বিধানসভা নিয়ে থাকেন। বড় কে? বাবাকে নিয়ে চলতে হবে, ছেলেকে নিয়ে চললে হবে না। শ্যামপুরে এভাবেই দলের বিধায়ককে নিশানা করলেন তৃণমূল কাউন্সিলর। ফের প্রকাশ্যে এল শাসকদলের কোন্দল। পাগলে কী না বলে! পাল্টা কটাক্ষ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক।