Bhawanipur News: 'পড়া না পারলে দেওয়ালে মাথা ঠুকে দিত... অত্যাচার চলত', পড়ুয়ার মৃত্যু নিয়ে গৃহশিক্ষিকা
ABP Ananda LIVE: স্কুলছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি । মৃতের পরিবারের ওপর চড়াও এলাকাবাসীদের একাংশ । স্কুলছাত্রীর মা-বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ স্থানীয়দের । নিজের সন্তানের ওপর অত্যাচার চালাতেন মা-বাবা' 'গতকাল মেয়ের মৃত্যুর পর প্রতিবেশীদের হুমকি মা-বাবার' । মৃতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রতিবেশীদের । গতকাল বাড়ির আলমারি থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ । বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত, অভিযোগ প্রতিবেশীদের । আজ ছাত্রীর মা-বাবার ওপর চড়াও এলাকাবাসীরা
আরও খবর...
বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোর অভিযোগে মারমুখী পুলিশ সুপার! বাজি ফাটানোর অভিযোগে স্থানীয় শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ!মারধরের সিসি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু।কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের। রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলার সামনে বাজি ফাটানোর অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। তিনি বলেছেন, 'অনেক রাত পর্যন্ত বাজি ফাটাচ্ছিলেন এলাকার লোকজন। ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে বারণ করি, কেউ কথা শোনে না।'