Bhowanipur Murder: ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা অভিযুক্তরা।Bangla News
দেড় দিন পার। ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা অভিযুক্তরা। খুনের মোটিভ ঘিরে এখনও ধোঁয়াশা। যদিও লুঠের উদ্দেশ্যে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি, নজর ঘোরাতে ব্যবসায়ী দম্পতির বাড়িতে লুঠপাট চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা