Bhupatinagar Incident: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটেই বিস্ফোরক দাবি NIA-র! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের বুথ সভাপতি বলাই চরণ মাইতি সহ ৬ জনের। রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি করা হচ্ছিল বোমা। চার্জশিটে এমনটাই দাবি করা হয়েছে এনআইএর তরফে। 

ভয়ঙ্কর বিস্ফোরণ কেড়ে নিয়েছিল তিন তিনটে প্রাণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল বাড়ির ছাদ, গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছিল ঘরের দেওয়াল, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় এজেন্সি NIA.

৩৫ পাতার এই চার্জশিটে নাম রয়েছে, তৃণমূলের বুথ সভাপতি বলাই চরণ মাইতি, তৃণমূল কংগ্রেস কর্মী মনোব্রত জানা, ও তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই-য়ের। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে চার্জশিটে NIA দাবি করেছে, পরিকল্পনা করে তৈরি করা হচ্ছিল বোমা। বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram