Birbhum News: 'সিন্ডিকেট দৌরাত্ম্যে' নিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ তৃণমূল নেতার!

Continues below advertisement

West Bengal News: তৃণমূলের একাংশের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ তুলে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। শাসক দলের নেতার থেকে নির্মাণ সামগ্রী না নিলে সিউড়ির তিলপাড়ায় বাসস্ট্যান্ড তৈরির কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন কাজের বরাত পাওয়া প্রোমোটারও। তৃণমূলের কাটমানি কালচার বলে কটাক্ষ করেছে বিজেপি। উন্নয়নে বাধা দিলে রেয়াত নয় বলে কড়া বার্তা দিল জেলা তৃণমূল নেতৃত্ব।

রাস্তার পাশে স্তূপ করে রাখা সিমেন্ট-বালি-স্টোনচিপস্...! ঠিক তার পাশেই সার দিয়ে দাঁড়িয়ে নির্মাণ সামগ্রী ভর্তি ট্রাক...এই ছবি ১৪নং জাতীয় সড়কের পাশে সিউড়ির তিলপাড়া এলাকার। পরিবহণ দফতরের নির্দেশে এখানে সরকারি বাসস্ট্যান্ড হওয়ার কথা থাকলেও...তৃণমূলের একাংশের 'সিন্ডিকেট দৌরাত্ম্যে' বাসস্ট্যান্ড তৈরির কাজ থমকে রয়েছে বলে অভিযোগ।

সিন্ডিকেট দৌরাত্ম্য়ের অভিযোগ তুলে নিজের দলেরই নেতা ও সিউড়ি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালা প্রশান্ত প্রসাদ ওরফে রুপু  লালার বিরুদ্ধে মুখ খুলেছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়।প্রশাসন সূত্রে খবর, সিউড়ি শহরের যানজট সমস্যা দূর করতে, ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাস স্ট্যাণ্ড তৈরির নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। কাজের বরাত পাওয়া প্রোমোটারের অভিযোগ, স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি সেই কাজে বাধা সৃষ্টি করছেন। তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার চেয়ারম্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram