Bibirhat Accident: বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, মৃত আরোহী দুই তরুণ
বড় কাছারি থেকে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল বাইক আরোহী দুই তরুণের। মৃত শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র বেহালার ব্যানার্জি পাড়ার বাসিন্দা। সৌম্যজিৎ সরশুনা হাইস্কুলের দ্বাদশ
শ্রেণির পড়ুয়া। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন বছর ১৯-এর শুভজিৎ। তাঁর মাথায় গুরুতর আঘাত থাকায়, বেহালার ম্যান্টনে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের বন্ধু সৌম্যজিতেরও।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE Kolkata Accident ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News