Bidisha Death: পল্লবী দে-র পরে দমদমের নাগেরবাজারে অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু ।Bangla News
Continues below advertisement
পল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় বিদিশার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু? তদন্তে নাগেরবাজার থানার পুলিশ। পল্লবীর মৃত্যুর পরেই ছবি শেয়ার করে পোস্ট করেন বিদিশা। মেনে নিতে পারলাম না বলে ফেসবুক পোস্ট করেন বিদিশা। তার ১০দিনের মধ্যেই ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার।
Continues below advertisement
Tags :
Death ABP Ananda Suicide Dumdum ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Actress Death এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ আত্মহত্যা অভিনেত্রীর মৃত্যু Bidisha Majumder