Nadia News: কৃষ্ণনগরে কুমির-আতঙ্ক, অবশেষে ধরা পড়ল জলঙ্গির 'ত্রাস'

Continues below advertisement

ABP Ananda Live: নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) জলঙ্গি (Jalangi) নদীতে কুমিরের (Crocodile) আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা। অবশেষে সাধারণ মানুষ ও বন দফতরের প্রচেষ্টায় ধরা পড়ল সেই বিশাল আকার কুমির। বেশ কিছুদিন ধরে জলঙ্গী নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন মাঝে মধ্যে কুমির দেখতে পাচ্ছিলেন তাঁরা। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পায় কুমির। স্থানীয় প্রশাসন ও বনদফতরে খবর দিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বনদফতর কোনরকম ব্যবস্থা বা কোন তৎপরতা দেখাননি বলেও অভিযোগ করলেন মৎস্যজীবীরা। দিনরাত কুমির আতঙ্ক মৎস্যজীবীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বুধবার বিকেলে দীর্ঘ চেষ্টার পরে অবশেষে বনদফতরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গী নদী থেকে ধরা পড়ল বিশালাকার কুমিরটি। 

প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে থেকেই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন সম্ভু নগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে বিশালাকার এই কুমিরটি। এরপরে মাঝেমধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমিরটিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলাতেও খোঁজ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় নদীর ঘাটে। বুধবার ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদফতরের সহায়তায় ধরা হল সেই কুমিরটিকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram