Rabri Devi : চাকরি-কেলেঙ্কারির তদন্তে রাবড়ি দেবীর দুয়ারে সিবিআই। ABP Ananda Live
Continues below advertisement
এবার পাটনায় রাবড়ি দেবীর (Rabri Devi) দুয়ারে সিবিআই (CBI)। সূত্রের খবর, জমির বদলে চাকরি-কেলেঙ্কারির তদন্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Ex Bihar CM) বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা (Central Investigation Agency)। এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। রাবড়ি দেবীর বাসভবনে উপস্থিত তাঁর ছেলে ও বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। কেন্দ্রীয় এজেন্সির অপব্য়বহারের অভিযোগে গতকাল প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদলের চিঠিতে নাম ছিল তেজস্বীরও। সমন পাঠালে রাবড়ি দেবী নিজেই বাসভবনে আসতে বলেন, তাঁর বাড়িতে জোর করে ঢোকা হয়নি, দাবি সিবিআইয়ের।
Continues below advertisement
Tags :
CBI ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Bihar BanglaNews Scam RabriDevi