Bikash Ranjan Bhattacharya : 'সমান অপরাধে অপরাধী মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ করুন' আক্রমণ বিকাশ রঞ্জন ভটাচার্যের

Continues below advertisement

'শুধু পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে আত্মরক্ষা করা যাবে না। ভাবমূর্তি উদ্ধার করা যাবে না। সমান অপরাধে অপরাধী মুখ্যমন্ত্রীও। তিনিও পদত্যাগ করুন। কারণ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কোনও যোগ্য প্রার্থী চাকরি পাবে না।' পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। ৩টি দফতর থেকেই সরিয়ে দেওয়া হল ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিত্বের পরে এবার তৃণমূলের মহাসচিব পদ থেকেও সরানো হবে পার্থকে? যতদিন না তদন্ত শেষ হয়, ততদিন পার্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতে। একের পর এক তৃণমূল নেতা সরব হওয়ার পরেই অপসারিত পার্থ। আর কিছুক্ষণের মধ্যেই দলে পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বিকেল ৫: অভিষেকের নেতৃত্বে বৈঠকে বসছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram