Bikash Ranjan Bhatterjee: পার্কিং ফি বৃদ্ধি নিয়ে কুণালের মন্তব্যের পাল্টা বিকাশরঞ্জন | ABPAnandaLive
'পার্কিং ফি (Parking Fee)বৃদ্ধি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অনুমতি সাপেক্ষে হয়নি'। 'তাঁরা জানতেন না এই ধরনের চাপ মানুষের ওপর পড়তে চলেছে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে'।'সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না'। জানালেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রীর নীতি আমজনতার ওপর যেন চাপ না বাড়ানো হয়' । 'মুখ্যমন্ত্রী মেয়রকে জানিয়ে দিয়েছেন, পুরসভা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন' ।'মেয়রকে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দিয়ে দেওয়া হয়েছে'। 'সম্ভবত আজকের মধ্যেই পুরসভাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে পার্কিংয়ের ক্ষেত্রে মানুষের ওপর যেন কোনও চাপ না পড়ে' জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পার্কিং ফি বৃদ্ধি নিয়ে কুণালের মন্তব্যের পাল্টা বিকাশরঞ্জন