CPIM Candidate List: আজ দ্বিতীয় দফায় বামেদের প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু | ABP Ananda LIVE

Continues below advertisement

Lok Sabha Election: বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় প্রার্থী ঘোষণার পর, আজ দ্বিতীয় দফায় বামেদের প্রার্থী (Left Front 2nd Phase Candidate List) ঘোষণা করলেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু (Biman Bose)।  জল্পনায় অবশেষে সিলমোহর। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী হয়ে দাঁড়ালেন মহম্মদ সেলিম (Mohammed Selim)।  বোলপুর থেকে বামেদের হয়ে দাড়িয়েছেন সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতী ঘোষাল (নতুন প্রার্থী)। রানাঘাটের সিপিএম প্রার্থী হলেন অলোকেশ দাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram