Binoy Tamang:গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূল হয়ে কংগ্রেসে যোগ বিনয় তামাঙ্গের।ABP Ananda LIVE
গোর্খা জনমুক্তি মোর্চা থেকে তৃণমূল হয়ে কংগ্রেসে যোগ দিলেন পাহাড়ের নেতা বিনয় তামাঙ্গ। কালিম্পঙে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিলেন বিনয়। গত বছর ২৮ ডিসেম্বর দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ছাড়েন বিনয়। পুলিশ খুনের অভিযোগে বিমল গুরুংরা এলাকা ছাড়া হওয়ার পর জিটিএ-র চেয়ারম্যান হন তিনি।