Birbhum Blast: বীরভূমের মাড়গ্রামে বিস্ফোরণে ২ জনের মৃত্যু

Continues below advertisement

বীরভূমের মাড়গ্রামে বিস্ফোরণে ২ জনের মৃত্যু। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ-সহ ২ জনের মৃত্যু। এসএসকেএমে মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। গতকাল বিস্ফোরণে মৃত্যু হয় লাল্টু শেখের সঙ্গী নিউটন শেখের। মাড়গ্রামে বিস্ফোরণে ২ জনের মৃত্যু, গ্রেফতার ৬। নেপথ্যে কংগ্রেসের হাত, অভিযোগ মৃত নিউটন শেখের পরিবারের। অভিযুক্তরা আগে বিজেপি করত বলেও তাদের অভিযোগ। ওই এলাকায় কংগ্রেসের কোনও সংগঠনই নেই, দাবি অধীরের। 

 

মাড়গ্রামে বিস্ফোরণে জোড়ামৃত্যুর পরেই অপসারিত পুলিশ সুপার। অপসারিত বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। বীরভূমের নতুন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। নগেন্দ্রনাথ ত্রিপাঠীর জায়গায় আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি করা হল। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার হলেন কোটেশ্বর রাও। অ্যান্টি কোরাপশন ব্যুরোর এসপি হেডকোয়ার্টার ছিলেন কোটেশ্বর রাও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram