Birbhum: নানুরে তৃণমূলে যোগ প্রায় ২৫০ বিজেপি কর্মীর।Bangla News
বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।
Tags :
TMC BJP Birbhum ABP Ananda Bengali News ABP Ananda Digital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বীরভূমে