Anubrata Mandal: 'অনুব্রত'-বিতর্কের জের? মেয়াদের পরও সুপার কাজে যোগ না দেওয়ায় তরজা

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু ছুটির মেয়াদের পরও কাজে যোগ না দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। হাসপাতালের চিকিত্‍সক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক দাবি করেছেন, তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিত্‍সার জন্য পাঠিয়েছিলেন সুপার বুদ্ধদেব মুর্মু। এদিকে, বুদ্ধদেব মুর্মু ৬ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন। কিন্তু ছুটির মেয়াদ শেষের পরও তিনি কাজে যোগ দেননি। হাসপাতালে তাঁর সহকর্মীরা বলছেন, অনুব্রত বিতর্কের পর যে ঝড় ওঁর ওপর দিয়ে বইছে, তার জন্যই হয়ত তিনি জয়েন করেননি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বুদ্ধদেব মুর্মুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola