Anubrata Mondal: চালকলে গিয়ে দামি দামি গাড়ির হদিশ পেল সিবিআই! মোট আনুমানিক দাম কোটি টাকারও বেশি!
নিয়োগ-দুর্নীতি থেকে গরু পাচার। দুই ক্ষেত্রেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর দুই ক্ষেত্রেই তদন্তে হদিশ মিলেছে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির। দুর্নীতির টাকার সঙ্গে কি এই দামি গাড়ির যোগ রয়েছে? তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News : Anubrata Mondal