Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের !

গরুপাচারকাণ্ডে CBI-মামলায় মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলাতেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। ২০২২-এর অগাস্টে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও ED-র মামলায় অনুব্রতর জামিনের আবেদন ঝুলে আছে দিল্লি হাইকোর্টে। ফলে গরুপাচারকাণ্ডে CBI-মামলায় জামিন পেলেও, এখনই জেল-মুক্তি হচ্ছে না অনুব্রতর। 

অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল। ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। এই প্রেক্ষাপটেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola