Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি CBI-এর
গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। সূত্রের খবর, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি। যেগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে।