Anubrata Mondal: তৃণমূল কর্মীকে 'খুনের চেষ্টা', ৭ দিনের পুলিশ হেফাজত অনুব্রতর
তৃণমূল কর্মীকে 'খুনের চেষ্টা', অনুব্রতর বিরুদ্ধে মামলা। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল দুবরাজপুরে। সকালে জেলে উপস্থিত হন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। আনা হয় কমব্যাট ফোর্স। আপাতত অনুব্রতকে রাখা হয়েছে কোর্ট লক আপে। শুনানি শুরু হলে তাঁকে নিয়ে য়াওয়া হবে আদালতে। গোটা দুবরাজপুর আদালত চত্বর জুড়ে কড়া নিরাপত্তা।
Tags :
Court Anubrata Mondal Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Cbi Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News Dubrajpur