Birbhum: সিউড়িতে রোমহর্ষক ঘটনা! স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা ৬ দুষ্কৃতীর

Continues below advertisement

বীরভূমের (Birbhum) সিউড়িতে (Suri) রোমহর্ষক ঘটনা। আজ সকালে একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির  চেষ্টা চালায় ৬ দুষ্কৃতী। শাটারের অ্যালার্ম বেজে ওঠায় আশপাশের লোকজন চলে আসেন। এরপর রাস্তা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতে আহত হন এক টোটোচালক। এখনও অধরা দুষ্কৃতীরা। ঠিক ক্রাইম থ্রিলার সিনেমার মতো! রাস্তা দিয়ে গুলি ছুড়তে ছুড়তে ছুটছে ৪ দুষ্কৃতী। পিছনে চিত্‍কার করতে করতে তাড়া করছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সাতসকালে আতঙ্কের এই দৃশ্যই দেখলেন সিউড়িবাসী। তবে সিনেমায় নয়, বাস্তবে। এদিন সকালে বীরভূমের সিউড়ির মসজিদ মোড় এলাকায় এক বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে হানা দেয় ৬ দুষ্কৃতী। অফিসের উল্টোদিকে ১০০ মিটারের মধ্যে সিউড়ি থানা। ২০০ মিটারের মধ্যে পুলিশ সুপার ও জেলাশাসকের দফতর। পুলিশ সূত্রে দাবি, এদিন সকাল ৮টা ৫-এ অফিস খোলার সময় দুষ্কৃতীরা আচমকা দোতলায় উঠে এসে ব্রাঞ্চ ম্যানেজার ও নিরস্ত্র নিরাপত্তারক্ষীদের মাথায় পিস্তল ধরে দ্রুত শাটার খুলতে বলে। শাটারের সঙ্গে অ্যালার্মের সংযোগ ছিল। এক নিরাপত্তারক্ষী বুদ্ধি করে এমনভাবে শাটার খোলেন যাতে অ্যালার্ম বেজে ওঠে।

নিরাপত্তারক্ষীদের দাবি, অ্যালার্ম বেজে উঠতেই এক দুষ্কৃতী বলে, ‘আজ হল না, চল পালাই।’ ওই স্বর্ণ ঋণদানকারী সংস্থার নিরাপত্তারক্ষী মিঠুন মণ্ডল জানিয়েছেন, ‘ওরা এক রক্ষীর কলার ধরে টানতে টানতে ওপরে উঠছিল। আমরা ভাবি, ওই রক্ষীর সঙ্গে কারও গন্ডগোল হয়েছে। তারপর ওপরে উঠে এসে আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে শাটার খুলতে বলে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram