Birbhum : নকল সোনার কয়েন আসল বলে বিক্রির অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী
নকল সোনার কয়েন আসল বলে বিক্রি করার অভিযোগে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩০০টি নকল সোনার কয়েন ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে খবর, মোবাইলে ফোন করে দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীকে সোনার কয়েন কেনার জন্য টোপ দেয় সাঁইথিয়ার বাসিন্দা ওই দুষ্কৃতী। শুক্রবার সাঁইথিয়ায় পৌঁছে যান ওই ব্যবসায়ী। গোপন সূত্র মারফত খবর পেয়ে, ঘটনাচক্রে ওই সময়েই সেখানে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে দুষ্কৃতীকে।
Tags :
Birbhum Arrest ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ