Bombing Death : কাঁকিনাড়া, মিনাখাঁর পর মাড়গ্রাম, পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি শৈশব
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা-বিদ্ধ শৈশব। বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল এসএসকেএম হাসপাতালে। শুক্রবার সকালে মামার বাড়িতে খেলার সময়, বোমা ফেটে গুরুতর জখম হয় দুই মাসতুতো ভাই। দু’জনেরই বয়স ৮। দুই ভাইকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।
সেখানেই আজ ভোরে মৃৃৃত্যু হয় এক বালকের। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।
Tags :
Bombing Bangla News Bangla News Live Kolkata ABP Ananda Digital Death ABP Ananda ABP Ananda Bengali News Bombing Death