Birbhum News : ফের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কোন্দল, বীরভূমের ইলামবাজারে তৃণমূলের অন্তরের ফাটল এবার প্রকাশ্যে

ABP Ananda LIVE : আরও এক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি নজরে এল। বীরভূমের ইলামবাজারে তৃণমূলের অন্তরের ফাঁটল। এলাকা দখলকে কেন্দ্র করে দুইগোষ্ঠীর সংঘর্ষ ফের নজরে এল, তেতে উঠল বীরভূমের ইলামবাজার। অনুগামীদের মধ্যে ঘটল রক্তারক্তি কাণ্ড। শেখ সেন্টু অনুগামী তৃণমূল কর্মী শেখ আলিনুর বলেন, 'আমরা TMC করি, কিন্তু B গ্রুপ, ওরা A গ্রুপ, ওরা TMC করে,' । স্থানীয় সূত্রে দাবি বীরভূমের ইলামবাজারে তৃঁমীূল নেতা শেখ সেন্টু ও শেখ আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা দখল ও পঞ্চায়েতের কাজ নিয়ে মঙ্গলবার বিবাদ! শাবল-বাঁশ- লাঠি নিয়ে নিয়ে চড়াও। শেখ আব্বাসের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে শেখ সেন্টুর গোষ্ঠীর বিরুদ্ধে। ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, 'ইলামবাজারে কোনও গোষ্ঠী নেই। যেটা হয়েছে একটা গ্রাম্য বিবাদ।যারা বলছে তারা ভুল বলছে, যে গ্রামে ঝামেলা হয়ছে , সেখানে একশো শতাংশ তৃণমূলের লোক।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola