Birbhum News: টিনের বাড়ি, দিন মজুরের কাজও করেন! ব্যতিক্রমী জীবনযাপন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কাটমানি, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ প্রায় প্রতিদিনই উঠছে। এই যখন অবস্থা, তখন তৃণমূলের (TMC) এক গ্রাম পঞ্চায়েত প্রধানের সাদাসিধে জীবনযাপন প্রায় চমকে দেওয়ার মতো। তাঁর টিনের চালের বাড়ি। স্বামীর সঙ্গে মাঝে মধ্যে অন্যের জমিতে দিন মজুরের কাজও করেন। তিনি বীরভূমের (Birbhum) ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। সত্‍, সাদাসিধে প্রধানের প্রশংসায় পঞ্চমুখ গ্রামবাসীরা। বিরোধী বিজেপির মুখেও ব্যতিক্রমী প্রধানের প্রশংসা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola