Birbhum : 'বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে পুলিশকে', সদাইপুরের ঘটনায় প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার
বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের। গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন ২ জন। ঝুলে থাকা তারে মেশিনের একাংশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ , অভিযোগ গ্রামবাসীদের।