Birbhum:বিয়ের প্রস্তাব নাকচ করায় মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণির কিশোরীর! ঘটনা ঘিরে রামহাটে চাঞ্চল্য

ABP Ananda LIVE : সপ্তম শ্রেণির ছাত্রীকে নৃশংস হত্যা। কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক, দাবি মৃতের পরিবারের। খুনের মামলা রুজু পুলিশের।স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে মারধর গ্রামবাসীদের। পুলিশের সামনেই চলে লাথি-কিল-চড়-ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। ২০ দিন ধরে নিখোঁজ থাকা ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়। তার পরই স্কুলে শিক্ষককে মারধর গ্রামবাসীদের। 

আরও পড়ুন...

নেতাজিনগরে আইনজীবীর বাড়িতে অস্ত্রসহ 'দুষ্কৃতী হামলা'

আইনজীবীর বাড়িতে অস্ত্রসহ 'দুষ্কৃতী হামলা'। নেতাজী নগরে এক আইনজীবীর বাড়িতে হামলার অভিযোগ। ৮-১০ জনকে নিয়ে হামলা চালানোর অভিযোগ জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের ধরতে পুলিশ গেলে পুলিশের ওপরও হামলার অভিযোগ। দুষ্কৃতী হামলায় আহত এক এসআই। ঘটনায় গ্রেফতার ৬ জন। জয়ন্ত ঘোষের বিরুদ্ধে হাসপাতালের কর্মীদের কাঁচি নিয়ে আক্রমণের অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola