Birbhum News: নকল করতে বাধা, মল্লারপুরের কলেজে ভাঙচুর ; বেঁকিয়ে দেওয়া হল ফ্যানের ব্লেড !
Continues below advertisement
পরীক্ষায় টুকলিতে নিষেধ পরীক্ষার্থীদের, আর তাতেই কলেজডুড়ে তাণ্ডবের ছবি। এক নাগাড়ে পাইপ থেকে জল পড়ে চলেছে অথচ নেই কল।
ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড। ঘটনা বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ে। গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেলের পরীক্ষা। পঞ্চম সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় বাধা ছিল। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সিট পড়ে ওই কলেজে । পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজনের থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
বেনিয়মের অভিযোগে খাতা নিয়ে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় তাঁদের। অভিযোগ, টুকলি করতে না পেরেই পরীক্ষার্থীদের একাংশ ভাঙচুর চালিয়েছে। কিন্তু কলেজে নেই সিসি ক্যামেরা ফলে এখনও অধরা অভিযুক্তরা। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা বোঝা যায়নি।
Continues below advertisement