Birbhum News: কীটনাশক খেয়ে হাসপাতালে ভর্তি, রোগীকে 'ইঞ্জেকশন দিতেই' মর্মান্তিক ঘটনা..

Continues below advertisement

Birbhum Suri Hospital Patient Death Controversy: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল সিউড়ি সদর হাসপাতালে। পরিবার সূত্রে খবর, গতকাল কীটনাশক খাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় সিউড়ির বাঁশঝোড় গ্রামের বাসিন্দাকে রাতে অবস্থার অবনতি হওয়ায় রোগীকে ইঞ্জেকশন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর বছর বিয়াল্লিশের রোগীর মৃত্যু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনেরা। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে তাঁরা হাসপাতালে বিক্ষোভ দেখান। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

 

প্রকল্পের নাম - 'চোখের আলো'। 'অন্ধজনে দেহো আলো'র - ব্রত নিয়ে যে প্রকল্পের পথ চলা শুরু, সেই প্রকল্পেই ছানি অপারেশনের পর অনেকের চোখে 'অন্ধকার'! রাজ্যজুড়ে শোরগোল! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT-তে ছানি অপারেশনের সময় রোগীদের চোখে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার হয়েছিল, তা সরবরাহ হয়েছিল রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে। সেই ওষুধ এবং ফ্লুইডের গুণগত মান ঠিক ছিল না বলে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন হয় ২০-২৫ জন রোগীর। অস্ত্রোপচারের পরেই ঘটে বিপত্তি। রোগীদের চোখে সংক্রমণ দেখা দেয়। হাসপাতাল সূত্রে খবর, দেখা যায়- ছানি অপারেশনের পর কেউ চোখে দেখতেই পাচ্ছেন না।কেউ ঝাপসা দেখছেন। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram