Birbhum News: গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিন ময়ূরেশ্বরের বুলেট মির্জার !

গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই ময়ূরেশ্বরের বুলেট মির্জার জামিন ! শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ-মামলায় জামিন ! জামিনের বিরোধিতা করলেও হেফাজতে চায়নি পুলিশ, দাবি সরকারি আইনজীবীর। তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা। ঠিকা শ্রমিকের মা-কে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের তৃণমূলকর্মী বুলেট মির্জা। মুম্বইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে। টাকা না দিলে তাঁকে ময়ূরেশ্বরে ফিরে আসতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। মুম্বইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল। বুলেট মির্জার নেতৃত্বে মারধর চালানোর অভিযোগ। ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করি, দাবি বুলেট মির্জার।

কামারহাটিতে সরকারি জমিতে দখলদার হঠাতে গিয়ে বাধার মুখে তৃণমূল কাউন্সিলর। ২৪ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ায় আগরপাড়া স্টেশন রোডের দু’ধারে ঝুপড়ি ও দোকান রয়েছে। ঢাকা পড়ে গেছে পুরসভার হাই ড্রেন। আজ দখলদার উচ্ছেদ অভিযানে যান দুই পুর পারিষদ-সহ চার কাউন্সিলর। স্থানীয়দের বাধার মুখে পড়ে ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহাকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। ২৪ ঘণ্টার মধ্যে সরকারি জমি খালি করার নির্দেশ দেন তৃণমূল কাউন্সিলর। সোমবার ফের অভিযান হবে বলে জানিয়েছেন তিনি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola