Birbhum Violence: এখনও তাড়া করছে আতঙ্ক, ভয় কাটাতে বগটুই গ্রামে গেলেন জেলাশাসক।Bangla News

ভয়ঙ্কর হত্যালীলার (Rampurhat Killing) পর কেটেছে আটদিন। তারপরেও আতঙ্কের অন্ধকারে রয়েছে বগটুই গ্রাম। অনেকেই গ্রাম ছেড়েছেন। আর যাঁরা থেকে গেছেন, তাঁদের উদ্বেগ কাটছে না। ভয় কাটাতে গ্রামে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের (Higher Secondary) সঙ্গে কথা বললেন জেলাশাসক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola