Asit Mal: 'আপনার বাবার সম্পত্তি চেয়েছি'! বোলপুরে তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ

শতাব্দী রায়ের পর এবার অসিত মাল। ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে দফায় দফায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। ময়ূরেশ্বরের ষাটপলসা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার সময় বোলপুরের সাংসদের সামনেই তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় আসেন না বিধায়ক। খোঁজও রাখেন না। উচপুর গ্রামেও একই অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অসিত মাল। এরপর রসিদপুরে আবাস তালিকায় নাম না থাকার অভিযোগে সাংসদ ও বিধায়ক অভিজিৎ রায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 
আমাদের ভোটে জিতে দিল্লি গেছেন, অথচ কেউ আমাদের সম্মান দেয় না। সাংসদকে বলেন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন বোলপুরের তৃণমূল সাংসদ। মানুষ ডাকলেই তিনি যান। গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়। কাঞ্চনা গ্রামেও আবাস বঞ্চনার অভিযোগে সাংসদের গাড়ি ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola