CBI: ১০ কোটির বেশি কালো টাকা সাদা, সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই-এর হানা
সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই-এর হানা। এই ব্যাঙ্কে মিলেছে ৫০টির উপর বেনামি অ্যাকাউন্টের হদিশ, খবর সিবিআই সূত্রে। ৫০টি অ্যাকাউন্টে ১০ কোটির বেশি কালো টাকা সাদা করা হয়েছে খবর সূত্রের। এই অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের সূত্র মিলেছে বলে দাবি সিবিআই-এর। পেন ড্রাইভে সিবিআই আধিকারিকরা বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছেন। ব্যাঙ্কে টাকা লেনদেনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে