CM At Shantiniketan: অনুব্রত নেই বলে অসুবিধে নেই, আমি নিজে বীরভূমের সংগঠন দেখব: মমতা Bangla News
কেষ্ট-হীন পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে আরও সদস্য। কোর কমিটিতে জায়গা পেলেন কেষ্ট-বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তৃণমূলের কোর কমিটিতে জায়গা পেলেন শতাব্দী রায়, অসিত মাল। এর আগে ৪জনের কোর কমিটিতে ছিলেন অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়। 'অনুব্রত নেই বলে কোনও অসুবিধে নেই, আমি নিজে বীরভূমের সংগঠন দেখব', বীরভূমে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের