Didir doot: বীরভূমে ফের বিক্ষোভের মুখে 'দিদির দূত'
বীরভূমে (Birbhum) ফের বিক্ষোভের মুখে 'দিদির দূত' (Didir doot) বিকাশ রায়চৌধুরী। সিউড়ির (Siuri) বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খেলার মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ। আবাসের বাড়ির জন্য কাটমানি নেওয়ারও অভিযোগ তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও সিপিএম-বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানের।