Birbhum: সিউড়ির অবিনাশপুরে রাতভর হাতির তাণ্ডব, সকালে ঘুমপাড়ানি গুলিতে কাবু দাঁতাল।Bangla News
Continues below advertisement
বীরভূমের দুবরাজপুর থেকে তাড়া করে বর্ধমানে পাঠানোর সময় সিউড়ির অবিনাশপুরে রাতভর হাতির তাণ্ডব। দাঁতালকে বাগে আনতে হিমশিম খান বন কর্মীরা। হাতির আক্রমণে ২ জন বন কর্মী আহত হন। বন দফতরের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আজ সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিকে কাবু করে শান্তিনিকেতনের বন দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর দাঁতালটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Continues below advertisement
Tags :
Birbhum Elephant Attack ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Siuri বীরভূম Santiniketan Bardhaman এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বীরভূম শান্তিনিকেতন সিউড়ি বর্ধমান Santiniketan Forrest Department