Birbhum: প্রশাসনের নির্দিষ্ট বিসর্জনের দিন পেরিয়ে যাওয়ার পরও মণ্ডপে রয়েছে প্রতিমা, ক্ষুব্ধ বীরভূমের SP | ABP Ananda LIVE
প্রশাসনের ধার্য করে দেওয়া নির্দিষ্ট বিসর্জনের দিন পেরিয়ে যাওয়ার পরও মণ্ডপে রয়ে গেছে বেশ কিছু প্রতিমা। ঘটনায় ক্ষুব্ধ বীরভূমের এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায়। যেসব থানা এলাকার প্রতিমা এখনও বিসর্জন হয়নি সেখানে আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি।