Congress: পুলিশকে সারা বডিতে ঝাঁঝরা করে দেব, হুমকি কংগ্রেস নেত্রীর
পুলিশকে গুলি-বোমা মারার হুমকি দিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত। বললেন, "খালি তৃণমূলের পুলিশ! অথচ আমার-আপনার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশকে মাইনে দেওয়া হয়। সুতরাং এই পুলিশকে একদম ভয় পাবেন না। টেনে হিঁচড়ে নিয়ে যাবেন, যে আমাদের এখানে রুখছে, আমাদের সঙ্গে সন্ত্রাস করছে, তোমরা এখানে দাঁড়াও। একদম করবেন এটা। সবাই একসঙ্গে যাবেন। তারপরে দেখবেন, কী করে ওরা। বোম মারতে হবে, দরকার পড়লে হবে...হবে। আমাদের না হয় দু’-চারটে লাশ পড়বে...না হয় পড়বে, আমরা এভাবেই চলব।"
Tags :
BIRBHUM CONgress Hasan Suprata Dutta #ABPAnanda #BanglaNews #BanglaNewsLive #ABPAnandaBengaliNews #ABPAnandaDigital #ABPAnandaLive #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #বাংলাখবর