
Anubrata Mondal: কেন নিজেরই ডাকা কোর কমিটির বৈঠকে এলেন না অনুব্রত ?
ABP Ananda LIVE: কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, বৈঠকে হাজির কাজল । নিজের ডাকা বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল । অনুব্রতর নির্দেশে বৈঠক ডাকেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । বোলপুরের বৈঠকে গরহাজির, মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট । বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না কেষ্ট । কোর কমিটির বৈঠক হওয়ার কথা বোলপুরের পার্টি অফিসে । বৈঠক শুরু হওয়ার আগেই বেরিয়ে যান মহম্মদবাজারে । মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি
Humayun Kabir: 'বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের
বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, 'শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ' বলেও কটাক্ষ করেন তিনি।