Birbhum News : বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল। নানুরে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

ABP Ananda LIVE : কেষ্টকাণ্ডের আবহেই বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল । নানুরে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। অপরদিকে, কুকথাকাণ্ডে পুলিশের জবাবে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। অনুব্রতকাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চিঠির উত্তর বীরভূমের পুলিশ সুপারের। বোলপুর থানার আইসির মা ও স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর ডিজিকে চিঠি পাঠায় NCW। কী কী পদক্ষেপ করা হয়েছে, জানতে চায় মহিলা কমিশন। মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার। চিঠির উত্তরে খুশি নয় NCW, জানালেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। 

 

কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত

কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত। আম পাড়তে যাওয়ায় কোন্নগরের কিশোরকে বেধড়ক মারধর। পেরেক লাগানো লাঠি দিয়ে মার, চোখে-মুখে ঘুষি মারার অভিযোগ। মাথায় রক্ত জমা, চোখের নীচের হাড় ভেঙেছে, দাবি পরিবারের। হাসপাতাল থেকে আপাতত ছাড়া হল কোন্নগরের কিশোরকে। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়া হল কিশোরকে। টোটোচালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ পরিবারের। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আজ কিশোরের বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola